ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে বৈধ- অবৈধ সব অস্ত্র জমা দেয়ার দাবি তুলেছে বিএনপি

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৫১ পিএম, ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার

আওয়ামী লীগ জনপ্রিয়তা নয়, অস্ত্রের ক্ষমতায় সরকারে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম  আলমগীর। আর নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে বৈধ- অবৈধ সব অস্ত্র জমা দেয়ার দাবি তুলেছে দলটি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানী স্মরনে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মজলুম জনগনের পাশে দাড়ানো কেউ নেই এখন। তিনি বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠায় ৯০এর স্বরতন্ত্র বিরোধী আন্দোলনের মতই নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনবেন। আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পুনরায় সেনা মোতায়নের দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় দলের স্থায়ী কমিটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেনাবাহিনী মোতায়ন নিয়ে সরকারের আচরণ ই প্রমান করে নিরপেক্ষ নির্বাচনের পরিস্থিতি নেই। স্থায়ী কিিমটর এ নেতা বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া উচিত। আলোচনায় নিরপেক্ষ সরকারের দাবিও জানায় বক্তারা।