ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে নিচে নামছে, ভূ-উপরিস্থ পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৬ শনিবার
দিনে দিনে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এর ফলে বাড়ছে আর্সেনিকের প্রকোপ। তাই পানি ব্যবহারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভূ-উপরিস্থ পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
৫ দশক আগেও বাংলাদেশে পানির প্রধান উৎস ছিল খাল, বিল, নদী ও পুকুর। সময়ের আবর্তে শুকিয়ে গেছে অনেক নদ-নদী। ভরাট হয়ে গেছে জলাশয়গুলো। এর ফলে চাপ পড়েছে ভূগর্ভের পানির ওপর।
বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ প্রকৌশল বিভাগের এক গবেষনায় বলা হয়েছে, পানির স্তর বছরে দুই থেকে ৩ মিটার নিচে নামছে। ওয়াটার এইড বাংলাদেশের গবেষণায় ৩ কোটি ৩৩ লাখ মানুষ সুপেয় পানির উৎস থেকে বঞ্চিত।
তাই ভূগর্ভের পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এমনিতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সুপেয় পানির ঘাটতি রয়েছে। প্রাত্যহিক কাজসহ সেচ মৌসুমে যে হারে ভূগর্ভস্থ পানির ব্যবহার হচ্ছে তাতে শংকা আরো বাড়ছে।
পানি ব্যবহারে এখনই সতর্ক না হলে ভবিষ্যত প্রজন্মকে এর জন্য খেসারত দিতে হবে বলেও হুশিয়ারি করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পানির অপচয় রোধে দাম বাড়ানোরও পরামর্শ তাদের।