উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৬ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৩৯ পিএম, ৬ মার্চ ২০১৬ রবিবার
ব্যাপক দরপতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৪টি, কমেছে ১৯০টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩০০ কোটি ২০ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৩৭ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪৩৫ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪১টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৯৩ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।