নাটোরে একাধিক স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কবিরাজ এখনো আটক হয়নি
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৬ শনিবার
নাটোরের বড়াইগ্রামে চিকিৎসার নামে একাধিক স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কবিরাজ আকিল এখনো গ্রেফতার হয়নি। আকিল ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীসহ স্থানীয়রা। এদিকে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
চিকিৎসার নামে বেশ কিছুদিন ধরে স্কুলের ছাত্রীদের সঙ্গে অনৈতিক কাজ করছিলো নাটোরের বড়াইগ্রামের কবিরাজ আকিল আহমেদ।
এলাকাবাসীর অভিযোগ, একইগ্রামের রঞ্জু ও তার স্ত্রী তাসলিমার যোগসাজসে এ’কাজ করতেন তিনি। তাদের সহায়তায় চিকিৎসা নিতে আসা দুই ছাত্রীকে অজ্ঞান করে ধর্ষন করে ওই কবিরাজ। পরবর্তীতে তার ডাকে সাড়া না দেয়ায়, আগে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এরপর জানাজানি হয় পুরো বিষয়।
এ’ ঘটনায় আকিলের বাড়িতে ভাংচুর চালায় স্থানীয়রা।
ঘটনার পর থেকে আকিল ও রঞ্জু পলাতক। আর অভিযোগ অস্বীকার করেছেন তাসলিমা।
অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘৃণ্য এ’ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকায় ভুক্তভোগীরা।