ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ইমরান খান কাশ্মীর বিক্রি করে দিয়েছেন : রেহাম খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার | আপডেট: ০৩:১৬ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার

ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে কাশ্মীর বিক্রি করে দিয়েছেন বলে  অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান।

রেহাম খানের অভিযোগ, ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করবে তা আগেই জানতেন ইমরান খান। কিন্তু তিনি নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য দিল্লির সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছেন। (খবর নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তান টুডে )

এছাড়া ইমরান খান সব সময়ই সিদ্ধান্তহীনতায় ভোগেন বলে এর কড়া সমালোচনা করেছেন রেহাম। রেহাম আরও বলেন, ইমরান খান যেহেতু জানতেন তাহলে কেনো গত ৩-৪ মাস ধরে মোদিকে ফোন করে গিয়েছেন?

রেহামের দাবি, কাশ্মীর বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, মোদির দিক থেকে এই পদক্ষেপ সঠিক, কেননা তিনি এটা করবেন এমন শর্তেই বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

এনএম