ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সাফ ফুটবলে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে ভুটানকে তারা উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। ২১ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতার আয়োজক ভারত। পাঁচ দলের টুর্নামেন্টের অন্য তিন দল নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

গত বছর ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেটা ধরে রাখার লক্ষ্যে অবিচল লাল-সবুজের কিশোররা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল মুখোমুখি হবে একে অন্যের। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ৩১ আগস্ট খেলবে ফাইনালে। সব ম্যাচেরই ভেন্যু পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়াম। ২৫ আগস্ট শ্রীলঙ্কা, ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট ভারতের সঙ্গে পরের তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।

এনএম