ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

নোবেল একটা মূর্খ: পরিকল্পনামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার

নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছেন সারেগামাপা’র জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে মন্তব্যে করে সমালোচনার মুখোমুখি হন তিনি।

এবার নোবেলের কড়া সমালোচনা করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি শোক দিবস উপলক্ষে পুরান ঢাকার এক অনুষ্ঠানে বলেন, ‘আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, আমাদের দেশ সম্পর্কে মূর্খের মতো মন্তব্য করেছে এক ছোকড়া। তার নাম নোবেল। আমার খুব স্নেহ ছিল তার প্রতি। বাচ্চা ছেলে, ভালো গান গাইছে, সুন্দর লাগে। সে কী বলল, যে আমাদের জাতীয় সঙ্গীত সঠিক নয়! আরও ভালো জাতীয় সঙ্গীত তার কাছে লাগে! সে একটা মূর্খ।’

এম এ মান্নান বলেন, ‘আমাদের জাতি সম্পর্কে এভাবে মন্তব্য করা তোমার মতো বাচ্চা ছোকড়া ছেলের উচিত নয়। তুমি মোটামুটি পরিচয় অর্জন করেছ। এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাও। আমরা তোমাকে আশীর্বাদ করি, দোয়া করি। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’

এসি