কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে: প্রিয়াঙ্কা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার
ভারত সংবিধানের ৩৭০ ধারা রদের পর থেকেই কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রোববার এক টুইটে তিনি এ মন্তব্য করেন।
তিনি তার টুইটে অভিযোগ করেন, ‘কাশ্মীরে হচ্ছেটা কী? আর কত দিন চলবে এই জাতীয়তাবাদ বিরোধী কার্যকলাপ? কত দিন চলবে এই রাজনীতি?’
এসময় তিনি কাশ্মীরিদের বর্তমান পরিস্থিতি বুঝাতে টুইটে একটি ভিডিও শেয়ার করেছেন।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীনগর থেকে দিল্লিগামী বিমানে এক কাশ্মীরি নারী সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীকে বর্ণনা দিচ্ছেন।
এদিকে কাশ্মীর পরিস্থিতি দেখতে গত শনিবার রাহুল গান্ধীর নেতৃত্বে ১১ জন নেতা দিল্লি থেকে শ্রীনগরে গিয়েছিলেন ।
কিন্তু শ্রীনগর বিমানবন্দরে নামার পর তাদের আর শহরে ঢুকতে দেওয়া হয়নি। শ্রীনগর বিমানবন্দর থেকেই দিল্লি রওনা করিয়ে দেওয়া হয় রাহুল-সহ বিরোধী নেতাদেরকে।
প্রিয়াঙ্কা তার টুইটে ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তুলেন, ‘‘এই সব আর কত দিন চলবে? ইনি (এই নারী) সেই লক্ষ লক্ষ মানুষের এক জন, যাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে।’’
টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘কাশ্মীরে এখন যেভাবে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে, তার চেয়ে বড় জাতীয়তাবাদ বিরোধী কার্যকলাপ আর কিছুই হতে পারে না।’’
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএইচ/