ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার | আপডেট: ০৯:১৯ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ঢাঙ্গীপুখুর গ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রত্না (১০) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের বর্ম্মন রায়ের মেয়ে রত্না ছিল মৃগী রোগী। রোববার সকালে বাড়ির লোকজনের অজ্ঞাতসারে বাড়ির অদূরে ধানক্ষেতের আইলে জাল দিয়ে মাছ ধরতে যায় সে। মাছ ধরার এক পর্যায়ে তার মৃগী রোগ দেখা দিলে সে পা পিছলে ক্ষেতের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে রত্নার বাড়ীর ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমএইচ/