সর্বোচ্চ নাগরিক সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৪:০২ পিএম, ৩ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৪:০২ পিএম, ৩ ডিসেম্বর ২০১৬ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ভাতা বা সাহায্য দিয়ে প্রতিবন্ধীদের প্রতি দায় মেটাবে না রাষ্ট্র; তাদের সর্বোচ্চ নাগরিক সুবিধা দেয়া হবে। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। প্রতিবন্ধীদের জীবনমানের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কর্পোরেট খাত ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।
সরকারি হিসাবে দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৫ লাখ ১০ হাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রচেষ্টায় প্রতিবন্ধীদের জীবনমান ধীরে ধীরে উন্নত হচ্ছে। সবক্ষেত্রেই তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।
শনিবার সকালে ২৫ তম আন্তর্জাতিক ও ১৮ তম জাতীয় প্রতিবন্ধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিবন্ধীদের জীবনযাপন আরো সহজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিবন্ধীদের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে ৩ জন সফল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী উন্নয়নে বিশেষ অবদান রাখা ৬ ব্যক্তি ও সংস্থাকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রতিবন্ধীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।