ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিয়ের আসর থেকেই পালাল বর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেই খবর পেয়ে বিয়ের আসর থেকেই পালিয়ে গেল বর। পরে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের মা হালিমা বেগমকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারীতে।  

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বোয়ালমারীর নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন। 

আদালত সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের মৃত শাহাদৎ মল্লিকের মেয়ে স্থানীয় একটি কওমি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রীর (১৬) বিয়ের আয়োজন চলছিল। বর পক্ষও চলে এসেছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন।

তিনি বলেন, কনে পক্ষ একটি জন্ম নিবন্ধন সনদ দেখিয়েছিল যা অনলাইনে সার্চ দিয়ে পাওয়া যায়নি। পরে ওই সনদপত্রটা ভূয়া নিশ্চিত বলে নিশ্চিত হই। এ ছাড়া মেয়ের অন্য কোনও সনদপত্রও পাওয়া যায়নি। এমনকি মেয়ের বয়স ১৮ বছর হয়নি বলেও স্বীকার করেছে মেয়ের মা নিজে।

এ জন্য কনের মাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং সঙ্গে মুচলেকাও নেয়া হয় বলে জানান নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন।

অন্যদিকে বিয়ে করতে এসে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে যাত্রীসহ বর পালিয়ে যায় বলেও জানিয়েছেন নির্বাহী হাকিম।

এনএস/