হাসপাতাল থেকে বাসায় ফিরছেন এটিএম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৮ এএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
চার মাস চিকিৎসা শেষে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী রুনী জামান।
গত ২৬ এপ্রিল পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন এটিএম। পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দুই মাস ওই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা চলে এই অভিনেতার। সেখান থেকেই বাসায় ফিরছেন তিনি।
এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ অথবা কাল আপনাদের সবার প্রিয় মানুষটিকে নিয়ে বাসায় ফিরব। ডাক্তারের নির্দেশেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বাসায় ফিরলেও বেশ কিছুদিন তার চিকিৎসা অব্যাহত থাকবে।’
এ দিকে অভিনেতার মেয়ে কোয়েল আহমেদ বলেন, ‘অনেক দিন চিকিৎসা নেয়ার পর চিকিৎসক বাবাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছেন। আজকালের মধ্যে হাসপাতাল থেকে বাবার ছুটি মিলবে।’
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এটিএম শামসুজ্জামান বলেন, ‘কিছুটা সুস্থ হয়ে উঠেছি। এ জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আমাদের শিল্পীবান্ধব প্রধানমন্ত্রী সবসময় শিল্পীদের পাশে আছেন। প্রধানমন্ত্রী শুধু আর্থিক সহয়তাই করেননি; প্রায়ই আমার খোঁজ-খবর নিতেন। এ জন্য তার প্রতি আমি, আমার পরিবার কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামানের চিকিৎসা চলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে। আজগর আলী হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসার পরও তার পরিপাকতন্ত্রে বড় একটি অপারেশন হয়। এর পরই তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন।
এসএ/