বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০২ এএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
কলকাতার বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই। বার্ধক্যজনিত অসুখে ভুগে মঙ্গলবার ২৭ আগস্ট বিকেলে গড়িয়ার কানুনগো পার্কে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার মূত্রনালী ও স্নায়ুতে সমস্যা ছিল। গত মাসে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দিন দিন তার শরীরের অবস্থার অবনতি ঘটে। অবশেষে মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।
নিমু ভৌমিক সব মিলিয়ে ৬০টিরও বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। খলনায়ক বা কমেডিয়ান হিসেবে বাংলা সিনেমাতে তার জনপ্রিয়তা ছিল।
তার অভিনীত সিনেমার মধ্যে ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোট বউ’, ‘সাহেব’, ‘নবাব’, ‘মঙ্গলদীপ’, ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’ উল্লেখযোগ্য।
এসএ/