চীনের বন্দরে ভিড়তে দেয়নি মার্কিন যুদ্ধজাহাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
চীনা কর্তৃপক্ষ মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাদের বন্দরে ভিড়তে দেয় নি। এক মাসের ভেতরে এ নিয়ে দুই দফা এ ধরনের ঘটনা ঘটলো।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত রোববার আমেরিকার একটি ডেস্ট্রয়ারের চীনের কিংদাউ বন্দর সফর করার কথা ছিল। কিন্তু চীনা কর্তৃপক্ষ জাহাজটিকে বন্দরে ভিড়ার অনুমতি দেয় নি।
চীন কর্তৃপক্ষ কেন যুদ্ধজাহাজটিকে বন্দরে ভিড়তে দেয় নি এমন প্রশ্নের জবাবে মার্কিন ওই কর্মকর্তা বলেন, এই প্রশ্নটি চীনকে করা উচিত। বিষয়টি নিয়ে চীনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায় নি। একই ধরনের ঘটনায় চলতি মাসে চীন আমেরিকার দুটি যুদ্ধজাহাজকে হংকংয়ের বন্দরে ভিড়তে দেয় নি। মার্কিন ওই কর্মকর্তা জানান, মাঝেমাঝেই মার্কিন যুদ্ধজাহাজ চীন সফর করে।
২০১৭ সালে সর্বশেষ এ ধরনের সফল করেছিল মার্কিন যুদ্ধজাহাজ। পূর্ব এবং দক্ষিণ চীন সাগরে চীনের সাথে আমেরিকার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এছাড়া দু'দেশের মধ্যে সম্প্রতি বাণিজ্যযুদ্ধ চরম আকার ধারণ করেছে।
এসি