চন্দ্রায় যাত্রীবাহী দু’বাসের সংঘর্ষে নিহত ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪২ এএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
গাজীপুরের চন্দ্রায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে দুই জনের প্রাণহানী ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়কের কবিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়কের কবিরপুর নামক স্থানে ঢাকাগামী একটি অকেজো বাসকে পিছন থেকে এস আর পরিবহনের একটি নৈশ কোচ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অকেজো বাসের হেলপারসহ দুজন মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু'টি উদ্ধার এবং ঘাতক বাসটি আটক করেছে বলে জানা গেছে।
এনএস/