নয়া ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
চলমান জম্মু-কাশ্মীর উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘গজনভি’ নামে নতুন এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এক টুইটবার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন পাক সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
টুইটে আসিফ গফুর লিখেছেন, পাকিস্তান সফলভাবেই গজনভি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ২৯০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এ অর্জনের জন্য সংশ্লিষ্ট টিমকে অভিনন্দন।
করাচির নিকটবর্তী সোনমিয়ানি নামক স্থান থেকে গজনভির পরীক্ষা চালানো হয়েছে। এর আগে বুধবার থেকেই ওই এলাকার আশেপাশের তিনটি আকাশ পথ এবং জলপথ ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ করে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। বলা হয়েছিল, সামরিক মহড়ার জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে ২০০৫ সালের এক বিশেষ চুক্তি অনুযায়ী ২৬ আগস্ট ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নয়া দিল্লিকে জানিয়েছে ইসলামাবাদ। ওই চুক্তিতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার অন্তত তিনদিন আগে বিষয়টি এক দেশ আরেক দেশকে জানানোর কথা বলা হয়েছে।
এদিকে, জি নিউজ জানিয়েছে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট টিমকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন পাক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। স্বল্প মাত্রার গজনভি ছাড়াও পাকিস্তানের হাতে শাহিন ও গৌরি নামে একই ধরনের দুটি ক্ষেপণাস্ত্র রয়েছে। সূত্র-জি নিউজ।
এনএস/