প্রধানমন্ত্রীর সঙ্গে লুই আই কানের মূল নকশা নিয়ে আলোচনা হয়েছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:১৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার
লুই আই কানের মূল নকশা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংসদ ভবনের সৌন্দর্য রক্ষায় সব কিছু করা হবে।
রোববার সকালে রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু বিষয়ক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বরখাস্তকৃত মেজর জিয়াসহ যেসব জঙ্গি এখনও আত্মসমর্পণ করেনি তাদের ধরার চেষ্টা চলছে। তাদের শিগগিরই গ্রেফতার করা হবে।