ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাগেরহাটে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে জেলার কচুয়া উপজেলা সদরের দাখিল মাদরাসা সড়কে নির্মানাধীন হাজেরা খাতুন কমিউনিটি মেডিকেল সেন্টারে দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। 

স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. স্বপন কুমার মিত্র, খুলনা মেডিকেল কলেজের রেজিষ্ট্রার ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস, উডল্যান্ড সার্জিক্যাল এ্যান্ড মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. তরিকুল ইসলাম, নিরাময় ক্লিনিকের পরিচালক ডা. মোশারফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের ডা. মোঃ সিরাজুল করিম এবং মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইব্রাহিম মোল্লা বাবু রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।

কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২০ জন উদ্যোক্তা নিজ অর্থায়নে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে নিজস্ব জমিতে হাজেরা খাতুন কমিউনিটি মেডিকেল সেন্টার নির্মান করছেন। নির্মান শেষে চিকিৎসা সেবা প্রদান শুরু হলে কচুয়ার মানুষ আধুনিক সেবা পাবে বলে মনে করেন সাধারণ জনগণ।