ঈদের দর্শক নন্দিত নাটক ‘আয়নার গল্প’ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১০ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ০৮:১৭ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার
ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের পূর্ণতা দিতে প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহাতেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে বেশকিছু নাটক। সঙ্গে ছিল টেলিছবি ও ধারাবাহিক।
যদিও এখন নাটক দেখার প্লাটফর্ম বদলে গেছে। বেশিরভাগ দর্শকই এখন নাটক দেখেন ইউটিউবে। যারা ঈদের অনুষ্ঠানমালায় নাটকগুলি টেলিভিশনে মিস করেছেন তারা এখন বাসায় বসে সেই নাটকগুলিই দেখছেন ইউটিউবে।
টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত এসব নাটক-টেলিছবির মান নিয়ে যেমন সমালোচনা আছে, আবার কিছু নাটক-টেলিছবি দর্শক মহলে ভীষণ প্রশংসার দাবিদার।
তেমনি এবারের ঈদে তুমুল জনপ্রিয় একটি নাটক ‘আয়নার গল্প’। অঞ্জন আইচের পরিচালনায় নাটকটি আরটিভিতে প্রচারিত হয় ঈদের দ্বিতীয় দিন। এছাড়া নাটকটি অনলাইন প্লাটফর্ম বাইস্কোপে দেখা যাচ্ছে।
নাটকটিতে অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত, আব্দুন নুর সজল, সাদিয়া জাহান মৌ, সূচনা আজাদ, মাহবুব শাহীনসহ আরও অনেকে।
আয়নার গল্পের পরিচালক অঞ্জন আইচ বলেন, নাটকটি আবেগ এবং ভালবাসা দিয়ে তৈরি করেছি। নাটকটি নিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া পাচ্ছি যার সবটাই ইতিবাচক। দর্শকদের জন্য ভাল একটি নাটক তৈরি করতে পেরেছি এ জন্য খুব ভাল লাগছে। কারণ দর্শকরা ভাল বললেই আমরা স্বার্থক।
এছাড়াও এবারের ঈদে প্রশংসিত নাটকের মধ্যে রয়েছে- আশ্রয় ও লেডি কিলার ২, সাবলেট ও লাইফ ইন্সুরেন্স, আশ্রয়, ব্যাচেলর ঈদ, বাবুর উবার, গোলাপি কামিজ, ফ্রাইডে লাভ, জমজ ১২, তিন রাস্তার ভূতসহ আরও অনেক নাটক।
টেলিছবিগুলোর মধ্যে রয়েছে- নির্মাতা সাগর জাহানের ‘মায়া সবার মতো হয় না’, অনিমেষ আইচের ‘ফেরা’, ইফতেখার আহমেদ ফাহমির ‘কিংকর্তব্যবিমূঢ়’, মিজানুর রহমান আরিয়ানের ‘কেস ৩০৪০’ ও ‘রঞ্জনা আমি আবার আসব’, মারুফ মিঠুর ‘সেই রকম বাকী খোর’, মহিদুল মহিমের ‘প্রশংসায় পঞ্চমুখ’, আশফাক নিপুণের ‘এই শহরে’ ও ‘ফেরার পথ নেই’ সহ বেশ কিছু নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।