ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৯ ১৪৩১

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

রাজধানী ঢাকার আশুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামগড়াস্থ ফ্যান্টাসি কিংডমের সামনে জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মো. আকবর হোসেন মৃধার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভারের স্থানীয় সাংসদ, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ বন্দর শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মো. কায়সার আহাম্মেদ পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, একাত্তরের পরাজিত শক্তির দেশীয় দোসররাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যার মাধ্যমে কলঙ্কিত অধ্যায়ের সুচনা করেছিল। সেদিন সপরিবারে হত্যা করা হয়েছিল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যে মানুষটি নিজের জীবনকে সপরিবারে উৎসর্গ করেছেন,ত্যাগের এই মহিমান্বিত দিনে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের জন্যে দোয়া করা উচিৎ।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এক সময়ের তলাবিহীন ঝুঁড়ি হিসেবে আখ্যায়িত করা বাংলাদেশ। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি, শিল্পসহ রেমিটেন্স প্রবাহ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশের উন্নয়ন হয় বলেও জানান তিনি।

অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইমন শিকদার,আইন ও দফতর সম্পাদক এডভোকেট মো. শাকিল আহাম্মেদ, সাভার পৌর যুবলীগ নেতা শেখ সায়েদ, ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহাজাদাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসী।

এসময় জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন এবং ১৯৭১ সালের ১৫ আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে দীর্ঘ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
কেআই/