ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

অধিনায়ক সোহান, প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল ম্যাচটির আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। শনিবার সে ম্যাচের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি।

প্রস্তুতি ম্যাচের এ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান নাঈম ইসলাম ও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও দীর্ঘদিন পর বিসিবির কোনও দলে ফিরলেন ‘ছক্কা নাঈম’। সর্বশেষ ২০১৪ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান। 

আর লিখন সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০১৫ সালে। এছাড়া কন্ডিশনিং ক্যাম্পের বাইরে থেকে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান।

১৪ সদস্যের এ দলে আরও রয়েছেন- ঘরোয়া ক্রিকেটের তরুণ তিন পেসার সুমন খান, মানিক খান ও মেহেদী হাসান রানা। আর সোহান-বিজয়-নাঈমের সঙ্গে ব্যাটিং লাইনে রয়েছেন আল-আমিন জুনিয়র, ফজলে রাব্বি, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, সালাহউদ্দিন শাকিল ও ফারদীন হাসান।

আগামীকাল রোববার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে দুই দিনের এ প্রস্তুতি ম্যাচটি। তবে এ প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়নি একমাত্র টেস্ট স্কোয়াডে থাকা কোনও ক্রিকেটারকেই। 
    
বিসিবি একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফারদিন হাসান, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, জোবায়োর হোসেন লিখন, মেহেদি হাসান রানা, আসাদুল্লাহ গালিব ও ইরফান শুক্কুর, সালাউদ্দীন শাকিল, সাব্বির হোসেন ও সুমন খান।

আফগানিস্তান স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শহিদী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জহির খান, জাভেদ আহমদী, আহমদ শিরজাদ, ইয়ামিন আহমেদজাই, আফসার জাজাই (ডব্লিউ), শাপুর জাদরান, কায়স আহমদ।

এনএস/