ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের একী হাল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৩:২০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

নিজেদের মাটিতে প্রথম টেস্টে বিশাল রানের ব্যবধানে হারার পর ভাবা হয়েছিল যে দ্বিতীয় টেস্টে হয়তো ঘুরে দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় টেস্টও যে প্রথম টেস্টের পুনরাবৃত্তি হতে চলেছে। ভারতের বিশাল রানের চাপায় পড়ে প্রথম ইনিংসে ৭টি উইকেট হারিয়ে ৮৭ করে এখন ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।

হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টও জমিয়ে দিলেন বুমরাহ। ক্যারিবীয়দের ইনিংসের ৯ম ওভারে নিজের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ। এরপর এক এক ফেরান শামার ব্রুকস ও রস্টোন চেজকে। উভয়েই বুমরার লেগ বিফোরের ফাঁদে পড়েন।

ভারতের ৪১৬ রানের জবার দিতে গিয়ে মাত্র ১৩ ওভারেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সবকটি উইকেট তুলে নেন জাশপিট বুমরাহ। এর ফলে পর পর ২ টেস্টে ৫টি করে উইকেট পেলেন তিনি। ভারতীয় হিসেবে এটিও তার রেকর্ড। বুমরাই তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন। এর আগে এই রেকর্ড করেছিলেন ইরফান পাঠান ও হরভজন সিং।

ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান করে শেষ করেছিল। দ্বিতীয় দিনে জ্যাসন হোল্ডার প্রথম আঘাত হানেন ভারতীয় শিবিরে। ২৭ রানে ফিরিয়ে দেন রিশাভ পান্তকে। এরপর রবীন্দ্র জাদেজা যোগ দেন হনুমা বিহারীর সঙ্গে। এই জুটি মাত্র ৩৮ রান যোগ করার পর ১৬ রানের মাথায় ফিরে যান জাদেজা। এরপর ইশান্ত শর্মাকে সঙ্গে নিয়ে দলকে টানাতে থাকেন বিহারী। জীবনের প্রথম সেঞ্চুরিও (১১৭) পেয়ে যান বিহারী। ইশান্ত করেন ৫৭ রান। শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪১৬ রানে।

ফলোঅন এড়াতে এখনও ১৩০ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। হাতে রয়েছে মাত্র ৩টি উইকেট। দেখা যাক খেলার তৃতীয় দিনে এই তিনজন কতটা এগুতে পারেন।

এএইচ/