ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০৮:৫৭ এএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ময়মনসিংহ সদরের বাদেকল্পা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খলিল (৩৭) নামে একজন নিহত হয়েছেন। নিহত খলিল একজন আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

রোববার দিনগত রাত সোয়া ১টার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় ২টি অটোরিকশা ও ১টি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ ২ পুলিশ কনস্টেবল আমির হামজা ও জাহাঙ্গীর আলম আহত হয়েছেন।

‘বন্দুকযুদ্ধে’ খলিল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল আকন্দ জানান, রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ সদরের বাদেকল্পা এলাকায় কিছু আন্তঃজেলা চোরাচক্রের সদস্যরা অটোরিকশা কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচক্রের সদস্যরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে চোরাচক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় আহত খলিলকে আটক করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন।

নিহত খলিল ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাকচালা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।