ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

সিটিভি’র ভারপ্রাপ্ত জিএম মনোজ সেনকে অবিলম্বে অপসারণের দাবি

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৪০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র সিটিভি’র ভারপ্রাপ্ত জিএম মনোজ সেনকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সম্মিলিত শিল্পী সমাজ। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তারা এই দাবি জানান। বক্তারা বলেন, মনোজ সেন তালিকাভুক্ত শিল্পী ও সঙ্গীত পরিচালকদের বাদ দিয়ে সরকারের অর্থ হাতিয়ে নিয়েছেন। এসময় আরো ১০ দফা দাবি জানায় সম্মিলিত শিল্পী সমাজ।