জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:১৬ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটিতে ওরিয়েন্টশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিনোদ শেখর চাকমা। সভায় ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় ৫ থেকে ৫৯ মাস বয়সী ৮০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেয়া হয়। এছাড়া জেলার দুর্গম এলাকাগুলোতে ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।