ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

আশুলিয়ায় নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় সালেহা খাতুন (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সালেহা সিরাজগঞ্জের চৌহালী থানার দ্বৈত গান্দী গ্রামের মোতালেবের মেয়ে। সে পাবনারটেক এলাকায় মাহতাবের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। পাশাপাশি ডিইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে সকালে মাহতাবের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওড়না বেধে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। 

তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, পারিবারিক কোন বিষয়ে নিজের উপর অভিমান করেই নারী আত্মহত্যা করেছেন তিনি।