ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

অনুমোদন ছাড়াই খাগড়াছড়িতে চলছে ২৬টি ইটভাটা

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১০:৪৬ এএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

অনুমোদন ছাড়াই খাগড়াছড়িতে চলছে ২৬টি ইটভাটা। ভাটায় জন্য জমি আর পাহাড় কেটে মাটি সংগ্রহের পাশাপাশি বনাঞ্চল থেকে সংগ্রহ করা হচ্ছে জ্বালানী কাঠ। এর ফলে মারাত্বক পরিবেশ বিপর্যয়ের হুমকিতে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অঞ্চল। এদিকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ির সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে পাহাড় কাটা আর যান্ত্রিক শব্দের রোষানলে পড়ে। প্রশাসনের চোখের সামনেই অনুমোদনহীন ভাবে চলছে ২৬টি ইটভাটার কার্যক্রম। ইটভাটা মালিকরা ফসলী জমির উপরিভাগের মাটি আর পাহাড় কেটে ইটভাটার জন্য মাটি সংগ্রহ করছে। শুধু তাই নয়, ইট পোড়ানোর জন্য ব্যবহার করছে স্থানীয় বনাঞ্চল থেকে  কেটে আনা কাঠ। সব মিলিয়ে হুমকির মুখে আছে এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। এদিকে অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন ইটভাটা মালিক সমিতির সভাপতি। আর অনুমোদনহীন ইটভাটা বন্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই এই পাহাড়ী অঞ্চলে পরিবেশ বিপর্যয়ের আশংকা স্থানীয়দের।