ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আন্দোলনে দ্বিতীয় দিনেও স্থবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছেন একদল শিক্ষক-শিক্ষার্থী।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অবস্থান নিয়েছেন তারা। এ অবস্থান চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান নেন তারা। এতে কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে না পারায় স্থবির ছিল সব ধরনের দাফতরিক কার্যক্রম।

তবে আন্দোলনের বিপক্ষে থাকা সিনেট সদস্যরা গতকাল সংবাদ সম্মেলন করেছেন। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে উপাচার্য ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন আন্দোলনের পক্ষে থাকা সিনেট সদস্যরা।

আজকের মধ্যে দাবি আদায় না হলে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে আন্দোলনকারীদের।

ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, দুইদিন টানা অবরোধ চলবে। তার পরও যদি প্রশাসনের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত না আসে তাহলে আগামীকাল বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।