নতুন ইতিহাস গড়লেন রশিদ খান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
চট্টগ্রামে শুরু হয়ে গেল বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট সিরিজ। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস ভাগ্যকে পাশে পেলেন আফগান অধিনায়ক রশিদ খান। টস জিতে আফগান অধিনায়ক বোলিংয়ে পাঠিয়েছেন টাইগারদেরকে। আর এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড বইতে নাম উঠে গেল তার।
এদিন টস করতে নেমেই ইতিহাসে ঢুকে গেলেন রশিদ খান। এই ম্যাচে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়ে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্ডা তাইবুকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি।
২০০৪ সালে মাত্র ২০ বছর ৩৫৮ দিন বয়সে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের তাতেন্ডা তাইবুর। তার সেই রেকর্ড অক্ষত ছিল ১৫ বছর ধরে। আর আজ সাকিব আল হাসানের সঙ্গে টস করতে নামার দিন রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন।
বিশ্বকাপে ব্যর্থতার পর টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফরম্যাটেই রশিদ খানকে অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়তে যাওয়া রশিদ খান বলেন, নতুন ভূমিকায় দলে আমি আমার সেরাটা উজার করে দেব। ইতিবাচক মনোভাব নিয়ে খেলাটাকে উপভোগ করার চেষ্টা করব।