ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:১৮ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে একটি অভিজাত রেস্তরার বিশ্রামকক্ষে ঘুম থেকে উঠাতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। “মৃতদের কান্নার কোন শব্দ থাকেনা, থাকতে নেই। নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার মধ্যরাতে লিখেছিলেন এমনই কয়েকটি লাইন। একটি কবিতা। এর কয়েকঘন্টার ব্যবধানে যতিহীন ঘুমের দেশে চলে গেলেন মাহবুবুল হক শাকিল। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তরার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন তিনি। ঘুম ভাঙাতে গিয়ে মৃত হিসেবেই উদ্ধার করা হয় তাকে। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সেল পরিচালনার দায়িত্ব পান ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক শাকিল। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে দায়িত্ব পান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব, পরে বিশেষ সহকারী। শাকিলের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি, আইনজীবী জহিরুল হক। মা শিক্ষক। আইনজীবী ও শিক্ষক দম্পতির সন্তান শাকিল পড়াশোনা করেছেন ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে। সমাজবিজ্ঞানে ¯œাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাজনীতি ও পেশাগত দায়িত্ব পালনের বাইরেও তার ছিল কবিতা লেখা। খেরোখাতার পাতা থেকে এবং মন খারাপের গাড়ি নামে দুটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। বারডেম হাসপাতালে লাশ রাখা হবে রাতে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাযা হবে।