ফ্রান্সের ফুটবলার ফ্লামিনির জন্মদিন আজ
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৫:০৭ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার
ম্যাথু ফ্লামিনি ফ্রান্সের পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন আর্সেনাল ক্লাবে মিডফিল্ডার হিসেবে। ম্যাথু ফ্লামিনির জন্ম ১৯৮৪ সালে আজকের এই দিনে ফ্রান্সের মার্সেলো শহরে। ম্যাথু ফ্লামিনির ৩৩তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক।
ম্যাথু ফ্লামিনি সহকর্মীদের কাছে ফ্লামিনি নামেই বেশি পরিচিত ফ্রান্সের এই ফুটবল তারকা। ২০০১ সালে স্থানীয় ক্লাব মার্সেলোতে ক্যারিয়ারের প্রথম খেলা শুরু করেন তিনি। আর এই ক্লাবের হয়ে খেলেন ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। আর্সেনাল ক্লাবের হয়েই বয়সভিত্তিক ক্যারিয়ারের অভিষেক হয় তার। আর ২০০৪ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেন ১৪টি ম্যাচ।
ফ্লামিনি ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০০৪ সালে নতুন করে যোগদেন আর্সেনাল ক্লাবে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। এই ক্লাবের জার্সি গায়ে ৪ মৌসুমে খেলেন ১০২টি ম্যাচ। এরপর ২০০৮ সালে চলে যান ইতালিয়ান ক্লাব এসি মিলানে। এসি মিলান ক্লাবের হয়ে খেলেন ৫ মৌসুম। ২০১৩ সালে আবারো যোগদেন পুরনো ক্লাব আর্সেনালে। আর এই ক্লাবের হয়েই খেলছেন তিনি।
ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও মাঠ মাতিয়েছেন ফ্লামিনি। ২০০৪ সালে খেলেন ফ্রান্স অনুর্ধ্ব-২১ দলে। আর ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেন ফ্রান্সের জাতীয় দলে।