ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

স্মিথের ডাবলসে রান পাহাড়ে অজিরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

আবারও রানের ফুলঝুরি, আবারও স্মিথের ব্যাটে সেঞ্চুরি! নিষেধাজ্ঞা মুক্ত হয়ে একের পর সেঞ্চুরি করেই চলেছেন স্টিভেন স্মিথ। বৃহস্পতিবার অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে সাবেক এই অজি ক্যাপ্টেনের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। যার ফলে সফরকারীদের থেকে এখনও ৪৭৪ রানে পিছিয়ে স্বাগতিকরা। ররি বার্নস ১৫ ও নাইটওয়াচম্যান হিসেবে নামা ওভারটন ৩ রানে অপরাজিত আছেন।

বল টেম্পারিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়েই ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন স্মিথ। এজবাস্টনে প্রত্যাবর্তনের টেস্টেই করেন জোড়া সেঞ্চুরি। লর্ডসে পরের টেস্টে আর্চারের বাউন্সারে বল মাথায় আঘাত লাগার আগ পর্যন্তও ছিলেন সেঞ্চুরির মার্কেই। তবে সেঞ্চুরি না হলেও খেলেন ৯২ রানের অনবদ্য ইনিংস। পরে হেডিংলিতে তৃতীয় টেস্টে খেলতে পারেননি ওই আঘাতজনিত কারণেই। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে এসেই খেললেন ২১১ রানের অসাধারণ এক ইনিংস। টেস্টে যা ছিল তার তৃতীয় ডাবলস।

বৃহস্পতিবার ম্যানচেস্টারে ব্যাটিং শুরু করেছিলেন ৬০ রান নিয়ে। দিনের শুরুতেই ট্রাভিস হেডকে (১৯) ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাথু ওয়েডও (১৬)। ষষ্ঠ উইকেটে অধিনায়ক টিম পেইনের সঙ্গে স্মিথ গড়েন চলতি সিরিজের সর্বোচ্চ জুটি (১৪৫ রান)। এ জুটি গড়ার পথেই নিজের ২৬তম টেস্ট সেঞ্চুরিটি তুলে নেন স্মিথ।

এদিন চা বিরতির পর প্রথম বলে পেইনকে (৫৮) ফিরিয়ে জুটি ভাঙেন ক্রেইগ ওভারটন। এরপর দ্রুত ফিরেছেন প্যাট কামিন্সও। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৫১ রানের জুটি গড়ার পথে স্মিথ পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। যদিও তিনি আউট হতে পারতেন ১১৮ রানেই। জ্যাক লিচের বলে ক্যাচ দিয়েছিলেন স্লিপে বেন স্টোকসের হাতে। কিন্তু সে যাত্রায় ওভারস্টেপিং করেছিলেন লিচ, নো বলের কল্যাণে বেঁচে যান স্মিথ। শেষমেশ রুটের বলে আউট হওয়ার আগে ৩১৯ বলে ২৪ চার ও ২ ছক্কায় খেলেন ২১১ রানের দৃষ্টি নন্দন ইনিংসটি।

এদিকে দিনের শেষ ১০ ওভার ব্যাটিং করেছে ইংল্যান্ড। তার আগে সপ্তম ওভারে কামিন্সের বলে শর্ট লেগে ওয়েডের দারুণ এক ক্যাচে ফেরেন ওপেনিংয়ে উঠে আসা জো ডেনলি। যাতে মাত্র ১০ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। 

এনএস/