ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কে.এম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে রবিন শিকদার(২০) নামের ওই ছাত্র আইসিইউতে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থান মৃত্যুবরণ করেন।রবিন ভাঙ্গা উপজেলা পৌর সদরের ছিলাধরচর গ্রামের সৌদি প্রবাসি আসাদ শিকদারের ছেলে। 

নিহতের চাচা সাংবাদিক রমজান শিকদার জানান, রবিন এক সপ্তাহ আগে ডেঙ্গু আক্রান্ত হলে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার বিকালে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বৃহস্পতিবার তাকে বিএসএমএমইউতে হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে শুক্রবার দুপুরে মারা যায় রবিন।
কেআই/