ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

‘কেউ আমার সন্তানকে লেখাপড়ার খরচ দিবেন?’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ১০:০৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

সাজনা বেগম বয়স ৪০ ছুঁই ছুঁই। সবচেয়ে কাছের মানুষটিকে(স্বামী) হারিয়েছেন অনেক আগেই। সংসারে অভাব-অনটন থাকলেও তিন সন্তানকে ঠিকঠাক ভাবে লেখাপড়া করিয়ে আসছিলেন সাজনা বেগম। পরিবারে আয়ের মতো কোন লোক না থাকায় নিজেই সংসারের হাল ধরেছেন স্বামীহীন সাজনা বেগম। 

কিন্তু প্রতিবন্ধী ও অকজো পা এবং শরীরিক অসুস্থতা নিয়ে কাজও করতে পারেন না। তাই এক প্রকার বাধ্য হয়েই মানুষের কাছে হাত পাততে হয়। এখন ভিক্ষা করে চলছে তাদের সংসার। তবে এখন থেকে যা আসে সংসার চালাতে শেষ হয়ে যায়। যেকারণে তিন সন্তানের পড়ালেখা বন্ধ হওয়ার পথে। এখন তিন সন্তান নিয়ে রোজিনা বেগমের দিশেহারা অবস্থা। এখন ঠিক ভাবে তিন সন্তানসহ চার জনের তিন বেলা খাবার জুটছে না।

সন্তানদের অবহেলা শিকার হচ্ছে সমাজের কাছে। সে এটা সহ্য করতে পারেন না। ছেলেমেয়েরা বড় হচ্ছে। তিন বেলা খাবারের বাইরে  চার  জন মানুষের অনেক চাহিদাও বাড়ছে।  তাই সাজনা  আকুতি কণ্ঠে বলেন,‘কেউ আমার সন্তানকে পড়াশুনার খচর দিবেন?’’

সাজনা বেগমের বড় ছেলে সাজিদ মিয়া, ছোট ছেলে রাকিব আলী ও একমাত্র মেয়ে যথাক্রমে নবম,সপ্তম ও ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। তিন সন্তানের পড়ালেখা চালিয়ে যাবার জন্য সমাজের সচ্ছল মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সাজনা বেগম।

সাজনা বলেন,'আমার তিন ছেলের লেখাপড়া করাতে চাই। আমি আশায় বুক বেঁধে আছি। ছেলে চাকরি পেলে অভাবের সংসারে শান্তি ফিরবে। এখন অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। ছেলেটা চাকরি পেলে সংসারের অভাব কিছুটা দূর হবে। নিজের চিকিৎসাও করাতে পারবো।

টিআর/