ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পর দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পর দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান। দেশের উন্নয়নে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে, বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে তখন বিদ্যুতের ব্যাপক চাহিদার বিপরীতে উৎপাদন ছিল মাত্র তিন হাজার ২শ’ মেগাওয়াট। আর বর্তমানে বিদ্যুতের উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াট। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ভবিষ্যত পরিকল্পনার বিষয় উঠে আসে  প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে। দেশের উৎপাদন দিয়ে বিদ্যুৎ চাহিদা মেটাতে না পারলে, বিকল্প পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পারমাণবিক পাওয়ার প্লান্ট সফল হলে, দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি প্লান্ট করার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত থাকলে, ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুত দেয়া সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী।