ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১২ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৯:৫১ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাত দেড়টায় জেলা সদরের নিজামনগর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

পুলিশ সূত্রে জানা যায়, সদরের নিজামনগর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে সজল (২৫) নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ৩টি চাকু ও ১শ’গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত মাদক কারবারি ও ছিনতাইচক্রের সদস্য সজল মিয়া (২৫) ময়মনসিংহ মহানগরীর কৃস্টপুর এলাকার আরজু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ ৬টি মামলা রয়েছে জানায় পুলিশ।

এসএ/