টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতের উদ্দেশ্য ঢাকা ছাড়লেন টাইগাররা
প্রকাশিত : ০২:১০ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৪১ পিএম, ৭ মার্চ ২০১৬ সোমবার
ভারতের সাথে হারলেও এশিয়া কাপের সাফল্যের ধারাবাহিকতা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরনা যোগাবে বলে জানালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়াই লক্ষ্য বলে জানান টাইগার অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে সোমবার সকালে ভারতের উদ্দেশ্য ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে এসব কথা বলেন টাইগার দলপতি।
কয়েক বছরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সফলতার সঙ্গেই খেলে আসছে বাংলাদেশ। সে তুলনায় টি-টোয়েন্টিতে কিছুটা পিছিয়ে থাকলেও এবার এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলংকাকে টপকে ফাইনালে উঠে টাইগাররা। আর ফাইনালে ভারতের সঙ্গে লড়াকু হার, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এশিয়া কাপের সফল সমাপ্তির পর এবার বিশ্বকাপ টি-টোয়েন্টি অভিযান। এশিয়া কাপে ভাল খেলার স্মৃতি নিয়েই সোমবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মাশরাফি বাহিনী। সেখানে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে খেলতে হবে বাছাই পর্ব। তবে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলাই মূল লক্ষ্য বলে জানালেন মাশরাফি।
বিশ্বকাপে ভাল ফলাফল করতে এশিয়া কাপে শুধু ভারত ছাড়া সব দলের বিরুদ্ধে জয় বড় টনিক হিসেবে কাজ করবে বলেও মনে বাংলাদেশের কান্ডিারি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারতেও ভাল কিছু করা সম্ভব বলে মনে করেন মাশরাফি।
বিশ্বকাপ টি-টোয়েন্টির মূল পর্বের আগে ৯ই মার্চ ধর্মশালায় বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এছাড়াও আয়ারল্যান্ড এবং ওমানের বিরুদ্ধে বাছাই পর্বে খেলবে হবে। দশটি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ১৫ ই মার্চ।