ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

গাজীপুরে রেস্তোরায় বিস্ফেরণে দগ্ধ ১৭ (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৯:৪৪ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার এক রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে  অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার মধ্যরাতের বিস্ফেরণের ফলে রেস্তোরাটি পুরোপুরি ধসে যায়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাত দুইটার দিকে বোর্ড বাজারের বাংলার ‘রাধুণী ও তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট’এ প্রচণ্ড শব্দে বিষ্ফোরণ হয়। বিস্ফেরণে রেস্টুরেন্টটি পুরোপুরি ও পাশের তৃপ্তি হোটেলের একাংশ  ধ্বসে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপালে পাঠানো  হয়। অপর আহতদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি হয়েছে কি না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। 


এমএস/