ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রেকর্ড গড়া হলো না সেরেনার, চ্যাম্পিয়ন বিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের আসরের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হলেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন তিনি। এতে রেকর্ড গড়ার স্বপ্ন ভঙ্গ হলো সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের।

অভিজ্ঞ সেরেনার বিপক্ষে জয় নিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ট্রফি হাতে তুলে নিলেন কানাডিয়ান টিনএজার আন্দ্রেয়েস্কো। ২০০৬ সালে মারিয়া শারাপোভার শিরোপা জয়ের পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোয়ার হাতছানিতে খেলতে নামা সেরেনার শুরুটা ভালো হয়নি। প্রথম সেটে ৬-৩ গেমে হেরে পিছিয়ে পরেন যুক্তরাষ্ট্রের এই টেনিস আইকন। দ্বিতীয় সেটে লড়াই করে ৭-৫ গেমে হারলে শিরোপা হাত ছাড়া হয় সেরেনা উইলিয়ামসের।