ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫,   পৌষ ২২ ১৪৩১

সুনামগঞ্জে রাব্বি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

সুনামগঞ্জে মেহেদী হাসান রাব্বি হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পিটিআই স্কুলের সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাব্বির মা রুপিয়া বেগম, নোয়ারাই ইউনিয়ন পরিষদ সদস্য মফিজ আলী, নোয়ারাই এলাকার সমাজকর্মী নুরুল আলম সাহেবআলী, সাইফুর রহমান, বারাম আলী, জমির আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,‘দ্রুত রাব্বি হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় রাব্বীকে ছুরিকাঘাত করে খুন করা হয়।

আরকে//