ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে রহিদুল ইসলাম(৪৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার হাঁপানিয়া গ্রামের পুঁটিমারি মাঠে এ ঘটনা ঘটে।নিহত রহিদুল ইসলাম একই গ্রামের মৃত.আব্দুল গফুরের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নিজ জমিতে কাজ করছিলেন রহিদুল ইসলাম।এ সময় বৃষ্টি শুরু হয়।এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গাজী শামিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই/