ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আলোচনার দরজা এখনও খোলা: ইরানকে ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ফ্রান্স রোববার ইরানের প্রতি যুগান্তকারী পরমাণু চুক্তি লংঘনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, আলোচনার দরজা এখনও খোলা রয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রী জ্যাঁ ইয়েবস লী দ্রিয়ান বলেন, এখনও আলোচনার সুযোগ রয়েছে। তাই ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ করতে হবে।

এদিকে এর একদিন আগে তেহরান এক ঘোষণায় বলেছিল, তারা উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে।
পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে চুক্তিটিকে অগ্রাহ্য করার কাজ শুরু করে। তিনি বলেন, নির্দিষ্ট কয়েকটি দেশ চুক্তিটিতে স্বাক্ষর করে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রও ছিল। যুক্তরাষ্ট্র এখন বলছে, তারা আর চুক্তির শর্ত মানতে বাধ্য নয়।

তিনি আরও বলেন, চুক্তির শর্ত মানার ব্যাপারে তেহরানের কোন অগ্রগতি না দেখার কারণ দেখিয়ে ওয়াশিংটন ইরানের ওপর আরও কঠোর অবরোধ আরোপ শুরু করে।

লী দ্রিয়ান বলেন, এর ফল কারও জন্যই ভালো নয়। আমেরিকার বাজে সিদ্ধান্তের জবাবে ইরানও খারাপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর ফলে কেবল উত্তেজনাই বাড়বে।

সূত্র: বাসস

এমএস/