ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে গান করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা

প্রকাশিত : ১১:১৪ এএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:১৪ এএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা এবং একটি স্বাধীন মানচিত্রের জন্য জীবনবাজি রেখে গান করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। তবে, যে স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন কন্ঠযুদ্ধে, নেই স্বপ্ন আজো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে জানালেন তাদের কেউ কেউ। একুশে টেলিভিশনকে এ’সব কথা বলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণ ঘোষ ও মনোরঞ্জন ঘোষাল। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তারা। মুক্তিযুদ্ধের সময় কালজয়ী এসব গান উৎসাহ যুগিয়েছিল মানুষকে। ১৯৭১ এর ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন কর্মী স্বাধীনতার পক্ষে জনগনকে সচেতন ও উদ্বুদ্ধ করার পরিকল্পনা করেন। ২৬শে মার্চ সর্বাত্মক যুদ্ধ শুরু হলে, ভিন্ন লড়াইয়ে নামেন শব্দ সৈনিকেরাও। গড়ে তোলেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। ২৮শে মার্চ বিপ্লবী শব্দটি বাদ দিয়ে নাম দেয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বিভিন্ন রনাঙ্গনে থাকা যোদ্ধা এবং ভারতের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে গাওয়া হতো এসব গান। তবে, যে লক্ষে মুক্তিযুদ্ধ হয়েছিলো, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও মনে করেন এই শব্দ সৈনিকেরা।