ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১২:২৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০২:৪৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ঝিনাইদহ শহরের হামদহ দাসপাড়ায় নুরুজ্জামান নামে ৬০ বছরের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘরের ভিতরে গলায় গামছা পেচানো উলঙ্গ অবস্থায় তার মৃতদেহ পড়ে ছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান রাতে একাই বাসায় ছিলেন। বাসার অন্যান্যরা আত্মীয় বাড়িতে ছিয়েছিলেন। সকালে তার মেয়ে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ঘরের সমস্ত মালামাল ছড়ানো-ছিটানো। পাশের রুমে মেঝেতে গলায় গামছা পেচানো উলঙ্গ অবস্থায় পড়ে আছেন তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তবে ঘরের কোনও মালামাল দুর্বৃত্তরা নেয়নি।
ওসি আরও বলেন, রাতের বেলায় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর এভাবে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।