ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

রাজনৈতিকভাবেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

সেনাবাহিনী দিয়ে মিয়ানমারে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিদ উইথার সাক্ষাত করতে গেলে, তিনি এ’কথা বলেন। রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রশংসা করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচারি গেজ বিউবি এবং বাংলাদেশ থেকে নবনির্বাচিত কার্ডিনাল প্যাট্রিক রোজারিও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে।