ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নিউইয়র্কে ২৮ তারিখ থেকে দু’দিনের হুমায়ূন সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

জনপ্রিয় কথাসাহিত্যিক, সফল নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ স্মরণে নিউইয়র্কে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর দু’দিনব্যাপী একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংগঠন শো টাইম মিউজিক।
 
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন এর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এতে প্রধান বক্তা ছিলেন, একুশে পদক বিজয়ী সাহিত্যিক ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। 

এছাড়া বক্তব্য রাখেন, হুমায়ূন আহমেদের স্ত্রী, শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, আয়োজক কমিটির প্রধান সিনহা আবুল মনসুর ও সদস্য সচিব মিশুক সেলিম।
 
দু'দিনের সম্মেলনটিতে বাংলাদেশ থেকেও অনেক গুণি সাহিত্যিক, সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেবেন।এছাড়া উত্তর আমেরিকার সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের একটি মিলনমেলায় পরিণত করার কথা বলেন তারা।আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, যাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনসহ অনেকে।  
 
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ভবিষ্যত প্রজন্মের মধ্যে হুমায়ূন আহমেদের লেখাকে ছড়িয়ে দিতে গোটা আয়োজনটিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। এজন্যে লেখকের লেখাকে ইংরেজিতে অনুবাদের উপর গুরুত্ব দেন তিনি।
 
মেহের আফরোজ শাওন দুইদিনের সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের জন্যে বেশ কিছু আয়োজন রয়েছে।সাহিত্যের পাশাপাশি, সাংস্কৃতিক বিভিন্ন পর্বও থাকবে।এছাড়া হুমায়ূন আহমেদের নাটক সিনেমার প্রদর্শনী ও বইয়ের মেলা। হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথাও এই দুদিন তুলে ধরা হবে।
 
এই আয়োজনটি বাস্তবায়নের জন্যে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।সেই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ড. নূর উন নবী, জ্যোতিপ্রকাশ দত্ত, কবি বেলাল বেগ, পূরবী বসুসহ আরও কয়েকজন।
কেআই/