ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১২ ১৪৩১

নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:২৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

সাভারের আশুলিয়ায় মাছ ধরতে গিয়ে বংশী নদীতে ডুবে আলামিন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুর ২টার দিকে নলাম এলাকায় বংশী নদী থেকে আলামিনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আলামিন হোসেন নলাম এলাকার মো.সবুর মিয়ার ছেলে ও স্থানীয় একটি পোশাক কারখান শ্রমিক। পবিত্র আশুরা উপলক্ষে কারখানা বন্ধ থাকায় এর আগে সকাল ১০টার দিকে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো.হুমায়ন কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান,সকালে বংশী নদীতে আলমিনসহ ৩জন ছোট নৌকা করে মাছ ধরতে যায়।এক পর্যায়ে জালের একটি অংশ পানির নীচে কোন কিছুর সঙ্গে আটকে যায়। আলামিন সজোরে টান দিলে নৌকা উল্টে গিয়ে তারা পানিতে পড়ে যায়।তিনজনের মধ্যে দুইজন সাতাঁর কেটে তীরে উঠতে পারলেও আলামিন পানিতে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করেন।পরে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে জালের সঙ্গে আটকে থাকা অবস্থায় আলামিনের লাশ উদ্ধার করা হয়। আলামিনের লাশ উদ্ধারের পর তার পরিবারসহ পুরো গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে।  
কেআই/