ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

মানব হিতৈষী ডা. আমজাদ হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

পাকিস্তান সরকারের বাধা দমিয়ে প্রথম শিল্প কল কারখানা স্থাপনের উদ্যোক্তা ছিলেন ডা. মীর আমজাদ হোসেন। বাঙালিরা যাতে ব্যবসায়িকভাবে সমৃদ্ধশালী হয়ে নিজেদের চাহিদা পুরণ করে আন্তর্জাতিক বাজারে তাদের পন্যের প্রসার না করতে পারে পাকিস্তান সরকারের এমন বাধা দমিয়ে এ উদ্যোগ নিয়েছিলেন তিনি।

আজ বুধবার এই মানব হিতৈষী কর্মবীরের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় খাজা ইউনুস আলী (র.) মাজার শরিফ এবং তার প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের এনায়েতপুরের অলাভজনক ট্রাস্টি প্রতিষ্ঠান খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আছর হাসপাতালে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সব শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

প্রয়াত ডা. আমজাদ হোসেন বিটিএমএ এর সাবেক চেয়ারম্যান, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সিআইপি ও দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা। তিনি শিক্ষা, চিকিৎসা বিস্তার এবং সামাজিক অনেক উন্নয়ন কর্মকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভূমিকা পালন করে গেছেন।