রোনালদো ম্যাজিকে পর্তুগালের দাপুটে জয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টেয়ানো রোনালদো৷ একাই করলেন চার গোল। শেষ দিকে জালের দেখা পেলেন উইলিয়াম কারভালহো। এতে লিথুয়ানিয়াকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখল পর্তুগাল।
মঙ্গলবার দিনগত রাতে ২০২০ ইউরো বাছাই পর্বের ‘বি’ গ্রুপে স্বাগতিক লিথুনিয়াকে ৫-১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগাল।
নিজেদের মাঠে বড় ব্যবধানে হারলেও শুরুটা সমান তালেই করেছিল লিথুনিয়া। পেনাল্টি থেকে গোল করে ৭ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। ম্যাচের ২৮তম মিনিটে ১-১ এ সমতা আনে স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৬১ ও ৬৫ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৪ বছর বয়সী রোনালদো। হ্যাটট্রিক করেই ক্ষান্ত হননি সি আর সেভেন।
ম্যাচের ৭৬তম মিনিটে নিজের চতুর্থ গোলটিও করেছেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে উইলিয়াম কারভালহো গোল করলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মঠি ছাড়ে পর্তুগাল।
চার ম্যাচে দুই ড্রয়ের পর টানা দুই জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউরোর শিরোপাধারীরা। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউক্রেন।