ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কঠিন হলো যুক্তরাষ্ট্রে প্রবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আশ্রয়প্রার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে জুলাই মাসে একটি আইন প্রণয়ন করেছিল ট্রাম্প প্রশাসন৷ কিন্তু নিম্ন আদালতের রায়ের কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছিল না৷ এবার সুপ্রিম কোর্ট সেটা সম্ভব করে দিল৷ খবর ডয়চে ভেলে’র। 

নতুন আইনে বলা হয়েছে, মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে যাঁরা তৃতীয় কোনো দেশ পাড়ি দিয়ে ঐ সীমান্ত পৌঁছেছেন তাঁদের প্রথমে তৃতীয় ঐ দেশে নিরাপত্তার আবেদন করতে হবে৷ এর মানে হচ্ছে হন্ডুরাস, এল সালভেদর কিংবা নিকারাগুয়া থেকে আসা আশ্রয়প্রার্থীরা যেহেতু মেক্সিকো পাড়ি দিয়ে সীমান্ত পৌঁছেছেন, তাই তাদের প্রথমে মেক্সিকোতে নিরাপত্তার আবেদন করতে হবে৷। 

ফলে মেক্সিকো ছাড়া অন্য কোনো দেশের নাগরিকদের সরাসরি মেক্সিকো সীমান্তে গিয়ে আর আশ্রয় আবেদনের সুযোগ থাকছে না৷ মধ্য অ্যামেরিকার দেশগুলো ছাড়াও আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন অ্যামেরিকার বিভিন্ন দেশ থেকে আশ্রয়প্রার্থীরা মেক্সিকো সীমান্তে জড়ো হয়ে থাকেন৷

ট্রাম্প প্রশাসন ১৫ জুলাই আইন প্রণয়নের পর গত মাসে যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত নয়টি রাজ্যে ঐ আইন কার্যকরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ তবে সুপ্রিম কোর্ট বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে রায় দিয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এতে সন্তোষ প্রকাশ করেছেন৷ অবশ্য অভিবাসীদের নিয়ে কাজ করা আইনজীবী লি জেলার্ন্ট আশা করছেন, তাঁরা আবার আশ্রয়প্রার্থীদের পক্ষে রায় নিয়ে আসতে সমর্থ হবেন৷

এমএস/আরকে